কর্মসূত্রে জরিপ ও প্রাথমিক মানচিত্র (Cadastral) রচনাবিভাগে থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং বিভিন্ন গ্রন্থাগারে প্রচুর দুর্লভ বইপত্র ঘেঁটে, বিভিন্ন উৎস থেকে বহু পরিশ্রমে তথ্য সংগ্রহ করে অনেকদিনের উদ্যোগে মানচিত্র রচনার চিত্তাকর্ষক কাহিনী সুধী পাঠকবৃন্দের কাছে পৌঁছে দিতে চেয়েছেন লেখক জয়ন্ত কুমার দাশ। গল্পেরই মতো করে, ঝরঝরে সরস ভাষায় লেখা এই বই এডভেঞ্চারের — বানানো নয় সত্যিকারের এডভেঞ্চার। যতদূর জানা আছে — বাংলা ভাষায় এমন বই আর দুটি নেই।
Reviews
There are no reviews yet