আমার কথা – সত্যেন্দ্রনাথ বসু

150

মূল লেখা – আচার্য সত্যেন্দ্রনাথ বসু।       অনুলিখন – পূর্ণিমা সিংহ।        প্রকাশক – বঙ্গীয় বিজ্ঞান পরিষদ

বিশ্ববরেণ্য বিজ্ঞানী, বোস-আইনস্টাইন পরিসংখ্যান এবং বোসন কণার আবিস্কারক আচার্য সত্যেন্দ্রনাথ বসুর আত্মজীবনীমূলক এই বইটি অনুলিখন করেছেন শ্রীমতি পূর্ণিমা সিংহ।

or

সত্যেন্দ্রনাথ বসুর জন্ম হয় ১৮৭৯ সালের ১ জানুয়ারি, কলকাতায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯২২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ১৯৪৫ সাল পর্যন্ত সেখানে ছিলেন। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করেন। সত্যেন্দ্রনাথ বসুর সবচেয়ে বড় অবদান হলো বোস-আইনস্টাইন পরিসংখ্যানের ধারণা, যা আলবার্ট আইনস্টাইন (Albert Einstein) এর সাথে মিলেমিশে তৈরি করেছিলেন। এই পরিসংখ্যানের মাধ্যমে বিজ্ঞানীরা নতুনভাবে কণা এবং তাদের আচরণ নিয়ে গবেষণা করতে পারেন। সত্যেন্দ্রনাথ বসুকে ১৯৫৬ সালে পদ্মভূষণ খেতাবে সম্মানিত করা হয়, যা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান। এছাড়াও, তিনি ১৯৫৯ সালে জাতীয় অধ্যাপক হিসেবেও সম্মানিত হন। তিনি শান্তিনিকেতনের উপাচার্য (১৯৫৬-৫৮) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সত্যেন্দ্রনাথ বসুর মৃত্যু হয় ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি, কলকাতায়। 

Reviews

There are no reviews yet

Be the first to review “আমার কথা – সত্যেন্দ্রনাথ বসু”

Your email address will not be published. Required fields are marked

Questions and Answers

You are not logged in