এই শব্দার্থকোষ ,আজকের বিশ্বের যাবতীয় অভিধান ও শব্দার্থকোষ থেকে আলাদা। প্রচলিত সব ভাষার সকল অভিধানে’ শব্দের মানে দেওয়া হয় শব্দের বাইরে থেকে’; এই কোষগ্রন্থে ‘শব্দের মানে দেওয়া হয়েছে, শব্দের ভিতরে যে মানে থাকে, সেটি উদ্ধার ক’রে, নিষ্কাশন ক’রে, নির্ব্বচন ক’রে’। অর্থাৎ, অন্য কোনো অভিধান থেকে শব্দের মানেটি দেখে নিয়ে কিংবা কারও মুখ থেকে শব্দটির মানে জেনে নিয়ে শব্দের অর্থ দেওয়ার যে রীতিটি একালের অভিধানকারেরা অনুসরণ করেন, এই কোষগ্রন্থে সে রীতি অনুসরণ করা হয়নি। শব্দের অর্থ নিষ্কাশন করা হয়েছে শব্দের ভিতর থেকে এবং এক বা একাধিক বাক্যের সাহায্যে সেই অর্থ প্রকাশ করা হয়েছে।
Reviews
There are no reviews yet