১৯০৫ সালে আইনস্টাইন অপেক্ষবাদের বিশিষ্ট তত্ত্বে জানালেন আলোর গতিবেগের কাছাকাছি গতিতে ঘড়ি মন্থর হয়, গতিশীল রুলার সঙ্কুচিত হয়, গতিশীল বস্তুর ভর সীমাহীন মাত্রায় বৃদ্ধি পায়। ফলে ঘুচে যায় স্থান-কালের ফারাক, প্রমাণিত হয় স্থান ও কাল অবিচ্ছেদ্য রাশি, ভর ও শক্তি মুদ্রার এপিঠ ওপিঠ। চতুর্মাত্রিক বিশ্বে আলোর গতিবেগই পদার্থের গতিবেগের ঊর্ধ্বসীমা এবং একমাত্র পরম, বাকি সব আপেক্ষিক। এসবই এই বইয়ে যথাসম্ভব ব্যাখ্যা করা হয়েছে।
এছাড়াও, নিউটনীয় অপেক্ষবাদ বিদ্যুৎচুম্বকীয় তত্ত্ব, আইনস্টাইনের অপেক্ষবাদের বিশিষ্ট ও ব্যাপক তত্ত্ব সম্বন্ধে আলোচনা, ব্রহ্মাণ্ডের প্রসারণ, কালের আদি ও অন্ত এবং জ্যামিতি নিয়ে দুচার কথা এই বইয়ে অন্তর্ভূত।
Reviews
There are no reviews yet